ঘোলাটে সন্ধ্যা ঝিম ধরে ঝুলে থাকে
আকাশের শীর্ণ পাজরে।
ঝরা জলের মুখপাত্র হয়ে
ঝোড়ো হাওয়া ছোটে-মর্তের ক্লান্ত জানালায়...
বিষন্ন বারান্দা ধরে হামাগুড়ি দিয়ে চলে যায়
মাতাল বাতাসের বুনো পাল।
লোবান মেশানো ভালবাসায়
বেশ্যা-রমনীর নিত্য আনাগোনা
পরনে ঢাকাই শাড়ী, বুকে...
অমাবশ্যার ঘোলা জলে অবুঝ সাঁতার।
মাতালের বর্ষা বন্দনা
ঝরে পড়ে ভরে যায়
সময়ের অন্তঃসারশূণ্য মৃৎপাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




