মেহেরপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৩৪
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী পদ্ম বিলে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে এক ব্যক্তি নিহত এবং দুই পক্ষের ৩৪ জন আহত হয়েছে।
নিহত সেন্টু মিয়া (৩৫) বিএনপির কর্মী ছিলেন। আহত ব্যক্তিদের গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন আজমাইন (৩৬), জাহারুল (৪৫) ও আমিরুল (৫৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, মাইলমারী পদ্ম বিল নিয়ে বিরোধ অনেক দিনের। সম্প্রতি বিলের মালিকানার দাবিদার বিএনপির নেতা জাফর আলীর সঙ্গে আওয়ামী লীগের নেতা নবির উদ্দীনের বিরোধ হয়। আজ শনিবার সকালে ওই বিলে দুই পক্ষের তিন শতাধিক লোক একই সময়ে মাছ ধরতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি-সমর্থিত আরশেদ আলী ও আতিয়ার রহমানের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন।
আপনারা কি শুধু দেখেই যাবেন? নাকি এ সব নোংরামির সঠিক জবাব দিবেন? এ সকল কর্মকান্ড কি অমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




