রাতের ঐ রাজপথের মত নি:সঙ্গ
জীবনের বোঝাটা বয়ে বেড়াই আমি,
হৃদয় নামের বেদনাহত বিহঙ্গ,
তার কথা ভেবে কাটায় দিবসযামী।
হৃদয়ের সড়কে ভাবনার মিছিলে,
বাস্তবতার অবিরাম গুলিবর্ষণ,
অবাধ্য হৃদয় থাকে বাল্মীকির ছলে,
তপস্যা তার একবার প্রিয়াদর্শন।
তুমি ভুলে গেছো সেই দিনান্তের দেখা,
নয়নে নয়নে হত অবিরত কথা,
বিনিময় হত দুটি মনের উষ্ণতা।
হারিয়ে তোমাকে আমি দ্বীপসম একা,
ভেঙ্গে গেছে দেহ আর মনের সখ্যতা,
স্মৃতিরা হৃদয়ে জ্বালে রাবণের চিতা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






