যখন থেকে সফটওয়্যার কি বুঝি, তখন থেকেই আমার খুব শখ সফটওয়্যার বানানোর। ডাটাবেজ সফটওয়্যার হিসেবে ব্যাক এন্ডে মাইক্রোসফট এক্সেস ও ফ্রন্ট এন্ডে ভিজুয়াল বেসিক দিয়ে আমি একটি ছোট্ট সফটওয়্যার তৈরী করেছি। এটি যেকোন ছোট ব্যবসাপ্রতিষ্ঠান(যেমন কম্পিউটারের দোকান) -এর দৈনন্দিন আয়-ব্যয় ইনপুট হিসেবে নেবে। মাস শেষে মোট বিক্রি, মোট খরচ, মাসিক লাভ ক্ষতি ইত্যাদি রিপোর্ট আকারে প্রকাশ করবে। কিছু স্ক্রীনশট নিচে দিলাম।
১। এখানে আইটেমের নাম, দাম ইত্যাদি থাকবে। প্রয়োজনে Add, Delete, Edit করা যাবে।
২। এখানে দৈনন্দিন বিক্রয়ের হিসাব থাকবে। এখানেও প্রয়োজনে Add, Delete, Edit করা যাবে।
৩। এখানে থাকবে দৈনন্দিন খরচের হিসাব। এখানেও প্রয়োজনে Add, Delete, Edit করা যাবে।
৪। এখানে দৈনন্দিন বিক্রয়ের হিসাব রিপোর্ট আকারে দেখানো হবে।
৫। এখানে মাসিক লাভ-ক্ষতি রিপোর্ট আকারে দেখানো হবে।
৬। সমস্যা হলো যখনই আইটেম ডিটেইলসে কোনো জিনিসের দাম পরিবর্তন করা হয়, তখনই সে পুরানো লাভ-ক্ষতির হিসাবকেও আপডেট করে। উদাহরনস্বরূপ: জানুয়ারী থাকে জুন পর্যন্ত কম্পিউটারের দাম ছিলো ৪৫,০০০/=। সে আনুযায়ী মাস শেষে তার লাভ-ক্ষতি হিসাব করা হয়ে গেছে। এখন যদি জুলাই মাস থেকে তার দাম বদলানো হয়, তাহলে সে আগের রেকর্ডকেও আপডেট করে ফেলে। ফলে লাভ-ক্ষতির আগের হিসাবে গোলমাল হয়ে যায়। এতে সফটওয়্যারটির মুল উদ্দেশ্য ব্যাহত হয়।
সামু-র দক্ষ টেকি ভাই দের কাছে অনুরোধ, কারও এ ব্যাপারে কোন পরামর্শ থাকলে সম্ভব হলে কোডিং সহ, আমাকে দিলে কৃতজ্ঞ থাকবো।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






