শিশিরস্নাত সকালে,
যখন প্রকৃতির স্নিগ্ধতায় মনটা পবিত্র হয়ে যায়,
তখন ভীষন মনে পড়ে তোমাকে।
রৌদ্রোজ্জ্বল অলস দুপুরে,
যখন পুরোনো দিনের খুব প্রিয় গানগুলি শুনি,
তখন ভীষন মনে পড়ে তোমাকে।
মন উদাস করা বিকেলে,
যখন নিজেকে প্রচন্ড একাকী ও নি:সঙ্গ মনে হয়,
তখন ভীষন মনে পড়ে তোমাকে।
বর্ষনমুখর গোধুলিতে,
যখন কারও ভালবাসার জন্য হৃদয় আর্তনাদ করে,
তখন ভীষন মনে পড়ে তোমাকে।
জ্যোৎস্নাপ্লাবিত রাত্রিতে,
যখন স্মৃতির তাড়নায় বেঁচে থাকাটাকে অর্থহীন মনে হয়,
তখনও.................. ভীষন মনে পড়ে তোমাকে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






