আমার ডেক্সটপ কম্পিউটারে থেকে ইউটিউব এবং গুগল প্লে ঠিক ঠাক মত ওপেন হইতাছে কিন্ত
ঐ একি ইন্টারনেট লাইন দিয়া মানে একি রাউটাড় দিয়া android মোবাইল থেইকা
ইউটিউব বা গুগল প্লে তে এমনকি জিমেইল ও ওপেন হইতাছেনা।
android মোবাইল থেইকা সামু বা অন্ন ওয়েব সাইট আবার ঠিকই ওপেন হইতাছে।
আবার আমি যদি android মোবাইল থেইকা ওয়াইফাই অফ কইরা EDGE বা HSPDE
মানে মোবাইল ইন্টারনেট ওপেন করি
তাহলে ইউটিউব বা গুগল প্লে এবং সামু বা অন্ন ওয়েব সাইট তখন আবার সবগুলা সাইট ই ঠিক ঠাক মত ওপেন হইতাছে।
কেউকি আমারে এই ফাপর থেইকা বাঁচাইবেন।কারও জানা থাকলে বইলাফালান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



