খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘একখণ্ড হীরের টুকরো’ বলে উল্লেখ করলেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, ময়লা দিয়ে যেমন হীরের ঔজ্জ্বল্য ঢেকে রাখা যায় না, তেমনি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাঁর ঔজ্জ্বল্য নষ্ট করা যাবে না, তাঁকে দমিয়ে রাখা যাবে না।
তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে আজ রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভায় ভবিষ্যতে এই দিবসটিকে আরও বিস্তৃতভাবে পালন করার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। বিএনপির দাবি, এই দিনে বিগত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে। তাই বিএনপি আজ নানা আয়োজনে দিবসটি উদযাপন করছে।
সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরবেন। এরপর তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের নেতৃত্ব দেবেন।
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, বিএনপিকে ধ্বংস করতেই সরকার তারেক রহমানের ওপর অত্যাচার, নির্যাতনের পথ বেছে নিয়েছে। তিনি অভিযোগ করেন, তারেকের বিরুদ্ধে যেসব মামলা আছে, তা ভিত্তিহীন।
স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সংসদ এখন গোরস্থান হয়ে গেছে। এখানে কেবল মৃত মানুষ নিয়ে আলোচনা হয়। জনগণের কথা বলা হয় না।
বিএনপির সহসভাপতি টি এইচ খান বলেন, তারেক একটি হীরক খণ্ড। অপপ্রচার চালিয়ে তাঁর ঔজ্জ্বল্য নষ্ট করা যাবে না।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ বক্তব্য দেন
হে ধরণী দ্বিধা হও.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




