Agartala
10.11.71
স্নেহের মঞ্জুর,
আমার বিপ্লবী অভিনন্দন ও ভালোবাসা নিয়ো এবং সবাইকে দিয়ো। আশা করি তোমরা সবাই ভালো আছ ।
শুনলাম তোমরা অতিসত্বর দেশের ভিতর যাচ্ছ। তবে তার অসুবিধাও আছে। যদি একান্ত কোন কারণে যাওয়া হয়ে না ওঠে কয়েক দিনের মধ্যে, তবে একদিন দেখা হলে খুবই খুশি হব। আমি কাল এসেছি এখানে এবং আগামী ২০ শে পর্যন্ত অবশ্যই এখানে আছি। তত দিন থাকলে একদিন ছুটি নিয়ে আসতে পারবো আশা করি।
আমি মোটামুটি ভালোই আছি। তোমাদের তথা আমাদের সবারই সাফল্য কামনা করি। শুভেচ্ছা রইল।
ইতি
তোমাদের
আমিন ভাই
পুন: ভিতরে ঢোকার দিন তোমার ছোট ভাই-এর সঙ্গে দেখা হয়েছিল। খুবই আনন্দ পেয়েছি।
চিঠি লেখক: আমিন । এটা তাঁর ছদ্ম নাম। প্রকৃত নাম অনিল মুখার্জি। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় নেতা।
চিঠি প্রাপক: মনজুরুল আহসান খান। বর্তমানে তিনি বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি
চিঠিটি পাঠিয়েছেন: প্রাপক নিজেই।
==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
বইটি স্ক্যানের জন্য ব্লগার পথিক!!!!! এবং পাতলা খানের কাছে কৃতজ্ঞ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




