পাটগ্রাম, রংপুর
বাংলাদেশ
২৫/১০/৭১ রাত ১০টা
প্রিয় তৌহিদ,
প্রথমেই বলে নিই যে বাংলাদেশের মুক্ত এলাকা থেকে তোমাকে লিখছি। এখান থেকে ভারতীয় সীমান্ত প্রায় ১৮ মাইল দুরে । আমি মুক্ত ভুমিতে নি:শ্বাস নিচ্ছি, খোদার ইচ্ছায় খুব ভালো লাগছে । এ জায়গাটি মুক্ত হয়েছে দুই সপ্তাহ আগে ।
এখন রাত দশটার কাছাকাছি সময় । একটা কুঁড়েঘরে আমি আমার বিছানায় শুয়ে আছি। মেঝে থেকে দুই ফুট নিচে খোঁড়া গর্তের মধ্যে কাঠের পাটাতনে পাতা বিছানা । বুলেট ও গো্লা থেকে রক্ষার জন্য আমার চারদিকে মাটির দেয়াল । একটা অল্প আলোর কুপি জ্বলছে । আমার "বন্ধু" পাঞ্জাবিরা মাত্র ৬০০ গজ দুরে । কুত্তার বাচ্চাগুলো আজ দিন/রাতে গোলাগুলি করেনি । আমার মনে হচ্ছে যেকোন সময় তারা সেটা শুরু করতে পারে । হয়তো এখনই, তারা সাধারণত এ রকম সময়ে গোলাগুলি করে। গাধাগুলো গতরাতে আমাদের ঘুমাতে দেয়নি। প্রায় ৪০টা গোলা নিক্ষেপ করেও আমাদের উপর ফেলতে পারেনি। লক্ষ্যভেদের কী নমুনা! আমরা আজ ওদের ওপর ৫০ টা গোলা নিক্ষেপ করেছি। গোয়েন্দা তথ্যে জানা গেছে, একটা "কুকুর" মারা গেছে। কী অসামান্য লক্ষ্যভেদ! আসলে এরকম হাস্যকর ঘটনা মাঝে মাঝে ঘটে। তুমি যদি বাংকারে থাকো তাহলে নিরাপদ থাকবে। হয়তো ভাগ্য খারাপ হলে একটা গোলা এসে তোমার উপর পড়তে পারে । তবে এর সম্ভাবনা খুবই কম।
অনেক দিন পর পুরনো মধুর দিনগুলোর কথা মনে পড়ল বলে তোমাকে লিখতে বসেছি। আমার মনে পড়ছে বন্ধুদের কথা, পরিবারের কথা, সর্বপরি আমার ঢাকা শহরের কথা।
তুমি জানো তৌহিদ এই দিনগুলোতে পুরনোদিনের কথা জানাবার মতো সময় পাইনি। সত্যি সত্যি জানিনা, আবার কখন তোমাকে দেখার সুযোগ পাব । শেষ যেখান থেকে তোমাকে লিখেছি সেখান থেকে এই স্হানের দুরত্ব ১৫০ মাইল।
লন্ডন কেমন? খুব বড় আর জমকালো নিশ্চয়ই। ওদের বুলেট এড়িয়ে যদি বাঁচতে পারি তাহলে তোমার সঙ্গে ওখানে দেখা করব। আমার জন্য সুন্দর একটা জায়গা ঠিক কোরো । করবে?
তুমি কি আমার বাড়িতে চিঠি লিখেছিলে? আরেকটু কষ্ট করো। তাদের বলো, তারা যেন তোমাকে চিঠি লিখে তাদের কুশল জানায় যাতে তুমি আবার সেটা আমাকে জানাতে পার । ছয় মাস চলে গেল, আমি তাদের কোন খবর পাই না।
আমার ঠিকানা
লেফট্যানান্ট আশফাক সামাদ
হেডকোয়ার্টার সেক্টর ৬
প্রযত্নে: পোষ্টমাষ্টার
চ্যাংড়াবান্ধা
জেলা: কুচবিহার
ভারত
বাসায় রুখসানা ও আর সবাই কেমন আছে? তাদের আমার শুভেচ্ছা জানিয়ো। নাজমুলকে আমার শুভেচ্ছা দিয়ো। দ্রুত উত্তর দিয়ো।
ভালবাসা
আসফি
*পূর্ববর্তী ইংরেজি চিঠির অনুবাদ।
(পৃষ্ঠা ৮৪, ৮৫, ৮৬ ইংরেজি চিঠি বিধায় ডিজিটাইজ করা হলো না।)
চিঠি লেখক: মুক্তিযোদ্ধা আশফাক সামাদ
চিঠি প্রাপক: তৌহিদ
সংগ্রহ: মেজর(অব কামরুল ইসলাম ভুঁইয়া।
==========================================
একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট প্রকল্পের অংশ হিসাবে প্রকাশিত
বইটি স্ক্যানের জন্য ব্লগার পথিক!!!!! এবং পাতলা খানের কাছে কৃতজ্ঞ।
একাত্তরের চিঠির অন্যান্য পৃষ্ঠার লিংক পাবেন লাইভ আপডেটের পাতায়