আপনি কিভাবে যাকাত আদায় করবেন:
জাকাত আদায়ের মূল লক্ষ দারিদ্রতা দুর করা। কিন্তু আমরা যেভাবে শাড়ি লুঙ্গী অল্পপরিমানে টাকা পয়সা বিলিয়ে যাকাত আদায় করি এতে কি যাকাত আদায়ের মূল লক্ষ অর্জিত হচ্ছে? দেখা যাচ্ছে একই ব্যাক্তিকে আমরা বছরের পর বছর যাকাত দিয়ে যাচ্ছি। তার অবস্থার কোনো উন্নতি হচ্ছে। তাহলে কিভাবে যাকাত আদায় করা উচিত?
আপনার যাকাতের টাকাগুলোকে অল্প অল্প করে সবার মাঝে ভাগ না করে দিয়ে নির্দিষ্ট একজনকে দিন। এমন ভাবে দিন যাতে সে আর পুররায় কারো কাছে জাকাত চাইতে না যেতে পারে (কর্মক্ষম ফকির বা মিসকিনদের বেলায়)।
প্রতিবছর একজনকে/একটি পরিবারকে দান করুন: প্রায়োরিটি অনুযায়ী খুঁজে বের করুন এমন একজনকে/একটি পরিবারকে যাকে/যাদের জাকাত দেয়া জায়েজ। পুরো জাকাতের টাকাটা তার/তাদের পেছনে ব্যায় করুন। কিভাবে করতে পারেন তার কিছু উদাহরন দিচ্ছি-
- ছোট একটি ব্যাবসা প্রতিষ্ঠা যেমন, মুদি দোকান, টি ষ্টল ইত্যাদি ধরনের করে দিন। আপনার জাকাতের টাকার পারিমান আরো বেশী হলে আরো ভাল কিছু করতে পারেন।
- রিকশা বা অটো রিকশা কিনে দেয়া যেতে পারে।
- ক্ষুদ্র ব্যাবসা প্রতিষ্ঠা করে দেয়া যেতে পারে।
যাদের যাকাতের অর্থের পরিমান এধরনের কাজ করার জন্য যথেষ্ট নয়, তারা সঙ্ঘবদ্ধভাবে জাকাত আদায় করতে পারেন।
সঙ্ঘবদ্ধ জাকাত আদায়:
যাকাত আদায় যেমন ফরজ, তেমনি সঙ্ঘবদ্ধভাবে যাকাত আদায় করা অত্যন্ত জরুরি। যাকাতের মূল লক্ষ হচ্ছে দারিদ্র্য বিমোচন। সমাজের প্রতিটি মানুষকে সচ্ছল আর অর্থনীতিকে গতিময় করে তোলা। এ কারনে হযরত উসমান রা.-এর খেলাফতকালে আরবে যাকাত গ্রনণ করার কোনো মানুষ ছিলো না। তাই যাকাত ব্যাবস্থাপনার মূল দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের। কোনো কাণে সমাজ ও রাষ্ট্র এ দায়িত্ব পালন না করলে সচেতন মানুষকে এ দায়িত্ব পালনে সঙ্ঘবদ্ধ হতে হবে।
এধরনের সঙ্ঘবদ্ধ জাকাত আদায়ের জন্য আপনি আপনার পরিচিতদের নিয়ে জাকাত ফান্ড খুলতে পারেন। তারপর সমিলি্লত জাকাত আদায়ের মাধ্যমে প্রতি বছর একজন দুস্থ গরীবের জীবনেও যদি সচ্ছলতা আনতে পারেন, তাতেই আপনার জাকাতের সঠিক ব্যাবহার হবে। নতুবা প্রতিবছর আপনি যাকাত দিয়েই যাবেন, কিন্তু তাতে জাকাতের মূল লক্ষ দারিদ্রতা বিমোচন হবে না, ফলাফল শূণ্য।
যারা জাকাত ফান্ড গড়ে তোলার মত যথেষ্ঠ সময় পাবেন না বা করার ইচ্ছেও নেই, তারা দেশে বিদ্যমান কিছু জাকাত ফান্ডে আপনার জাকাতের টাকা জমা দিতে পারেন।
আমার জানামতে এরকম একটি জাকাত ফান্ড রয়েছে 'কোয়ন্টাম ফাউন্ডেশন'এর। এটি গঠিত হয়েছিল ১৯৯৬ সালে। এবং এখানে যাকাতের টাকা ব্যায় করা হয় শরীয়ত নির্ধারিত খাতে, দুস্থ-বঞ্চিতদের কল্যাণে।
এরকম আরো অনেক সেবা সংঘ আপনার আসে পাশে খুঁজলে পেয়ে যাবেন। মূল ব্যাপার হলো আপনার জাকাতের টাকার সত্যিকার ব্যাবহার নিশ্চিত করা। প্রতিবছর একই ব্যক্তিকে শাড়ি লুঙ্গির মত অর্থহীন বস্তু দান করে জাকাতের টাকা'র অপচয় করবেন না। যাকাতের টাকা অপচয় বা অযৌক্তিক ব্যবহারের জন্য সৃষ্টিকর্তার কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হতে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


