সে তার সাথে প্রথম দাখা করল আক রেস্টুরেন্ট এ। ভদ্রতার খাতিরে তাকে সে কফির অফার করল। মেয়েটি মেনে নিল। সে দেখতে খুবই সাধারন কিন্তু মেয়েটি অসাধারন।
কফিতে চুমুক.........
কথা নেই.......
এমন সময় সে বলে উঠল,'সল্ট প্লিজ'
সবাই তার দিকে অবাক চখে তাকাল।
সে বিন্দুমাত্র বিব্রত না হয়ে লবন চাইল।
সবাই কে অবাক করে দিয়ে সে লবন মিশিয়ে কফি খেল।
মেয়েটি অবাক হয়ে জানতে চাইল,'তুমি কফিতে লবন খাউ?
সে বলল, 'আমার ছোটকাল কাটে সমুদ্র তীরে.....
আমি সমুদ্ররের পারে ঘুরতাম.....
সমুদ্রের স্বাদ নিতাম.....
সমুদ্র কে এতটা ভালবাসি যে আমি কফির সাথে লবন খাই......
আমি সব সময় আমার ছেলে বেলার কথা ভাবি.....
আমি আমার মা বাবা কে মিস করি....
কতদিন তাদের দেখি না.....
বলতে বলতে তার চখে পানি চলে আসল
মেয়েটি আবেগাপ্লুত হয়ে পরল।
ছেলেটির কল্পনায় সে চলে গেল
তাকে ভাবতে শুরু করল
সে বুঝতে পারল ছেলেটি বেশ ভাল মনের.....
.... .... ......
.... .... ......
চল্লিশ বছর পর .....
ছেলেটি অন্তিম শয়ানে। ছেলেটি একটি চিঠি দিয়ে চির বিদায় নিল।
প্রিয়তম,
মনে পরে আমাদের প্রথম দেখার কথা। আমি ভুলে চিনির বদলে লবন চেয়েছিলাম। আমার ভুল ঢাকার জন্য আমি একটি গল্প বলেছিলাম যার পুরোটাই মিথ্যা। বিয়ের পর সত্য প্রকাশ করিনি। প্রতি দিন তোমার হাতের লবন কফি খেয়েছি। বলেছি খুব ভাল হয়েছে।
কেন বলেছি তুমি জান?
আমি যে তোমাকে প্রচন্ড ভলবাসি। প্রচন্ড.....
শুধুই তাই......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




