মা দিবস তৈরি করেছে পশ্চিমারা। কারন খুবই সহজ , তাদের ওল্ড হোমে থাকা মাদের মনে করা হয়না কাজের চাপে। তাই একটা বিশেষ দিন দরকার মাকে মনে করার জন্য। এই দিনে তারা ব্যস্ততা ভুলে ছুটে যায় ওল্ড হোমে থাকা মার জন্য বিভিন্ন গিফট নিয়ে। আরাক দল আছে, বহুজাতিক কোম্পানিগুলো যারা এই সুযোগে ভাল ব্যবসা করে নেয়।
কিন্তু আমার সর্বংসহা মার জন্য আমিতো একটা বিশেষ দিন ঠিক করতে পারবনা।
জ্ঞান হওয়ার পর থেকে মাকে দেখে আসছি শত সমস্যাতে অবিচল রুপে।
পিতার বেহিসাবী খরচ সত্বেও মাকে দেখিনি কখনও নিজের জন্যে কিছু চাইতে।
জীবনের তীব্র দুঃসময়ে সবার ভ্রকুটি দেখেছি, শুধু আমার মায়ের সুন্দর মুখখানাকে মলিন হতে দেখিনি কখনও।
যে মানুষটা চিরদিন নিজের কথা ভুলে শুধু আমাদের ভালমন্দ ভেবেছে তাকে শুধু একদিনের জন্য বিশেষ করতে পারবনা আমি।
তাই সারা বছরটাই আমার মা 'বিশেষ' আমার কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




