তুমি বেরিয়ে এস-
দাবির মিথ্যা মোহ থেকে
প্রাপ্তি-অপ্রাপ্তির ভ্রান্তি থেকে
তুমিতো দেখেছো লোভের খোদাই করা আবক্ষ মূর্তি
মহাকালের যাত্রায় সে আজ বৃদ্ধ,অর্থব,জরাজীর্ণ
তবু সে ফণা তোলে
আশা কে ছিঁড়ে-ফুঁড়ে
স্বপ্নের কবর খুঁড়ে
তার লকলকে সরু জীব হিংস্র কর্দযতায় লালাসিক্ত
সেই কুপিত,বিসদৃশ মুখটা তুমি ভুলে গেছ
তবে সে ছিলো-
সে ছিলো তোমার ধ্বংসে,তোমার পতনে।
এখনো সময় আছে,
তুমি জেগে উঠো
রংধনু ভেজা এক স্বপ্নিল সকালে,
একটা সুন্দর জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




