এইটা আমার লিখা প্রথম ব্লগ। এর আগে কখনো ফেসবুকে নোটস ও লিখি নাই। এই খবরটা পরে কেন যে ব্লগ লিখতে ইচ্ছা হল। এক বসায় পুরাটা লিখে ফেললাম!! (লেখা শেষ করে ঊপরের লেখাটা যোগ করলাম!!)
আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আজ থেকে ঠিক এক বছর একদিন আগের কথা। রাত বারোটা বাজে, ১৬ই ডিসেম্বর হয়ে গেছে। আমি তখনো ল্যাবে কাজ করছি। খেয়াল করে দেখলাম ঐ সময় পুরো ল্যাব এ আমি আর আমার এক পাকি 'ক্লাসমেট' ছাড়া কেঊ নেই। আমার কেন যেন ইচ্ছে হল ওকে জিজ্ঞেস করার যে '৭১ এর ব্যাপারটা ওরা কিভাবে দেখে। অন্য আরো পাকিদেরকে আগেও জিজ্ঞেস করেছি, তারা বলেছে এইটা একটা রাজনৈতিক ব্যাপার, তারা তেমন কিছু জানে না, কিন্তু এই হত্যাযজ্ঞের ব্যাপারটা তারা ভাল ভাবে দেখে না।
যাই হোক, আমার এই 'ক্লাসমেট' এর কাছ থেকে নতুন একটা থিওরি পেলাম!! সে বলে এইটা পুরাটাই নাকি ভারতের কাজ। এই ঊদ্ভট কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, যে তুমি কি মনে কর পুরা নয় মাস ধরে যে হত্যাযজ্ঞ চলেছে, পুরাটাই ভারতের কাজ? তারপর তাকে আমি আমি এই ভিডিওটা দেখালাম ।(http://www.youtube.com/watch?v=sMg9Ly9nK0g) আমার সামান্য জ্ঞান থেকে যা পারি, তা গুগলিং করে দেখালাম। আরো বললাম যে আমরা সবাই যে দেখেছি পাকিস্তানি আর্মিদেরকে নির্যাতন করতে। এরপরও তুমি কিভাবে এইটা বল? সে তখন তার সেই পাকিস্তানি টান সহ ইংলিশে (এরপর থেকে পাকিস্তানি টানের ইংলিশ শুনলেই বিরক্ত লাগে) বলে এইটা হতে পারে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর পোশাক পরে হত্যাকান্ড চালিয়েছে!!! আমি আমার ধৈর্য্য আনেনননক ক্ষণ ধরে রেখেছিলাম। এইটা শুনার পর, নিজেই বাকরুদ্ধ হয়ে গেছিলাম। মনে হচ্ছিল, এখনই ওকে খুন করি। সেটা আর করি নাই। শুধু ল্যাব থেকে বের হয়ে গেলাম। এক ফ্রেন্ডকে (বাংলাদেশী) ফোন করে ঘটনাটা বলে দুইজন মিলে মনের খায়েস মিটিয়ে কিছু গালি দিয়ে শান্ত হবার চেষ্টা করলাম। আর নিজেকে শান্তনা দিলাম এই বলে যে, 'ওরা এম্নিতেই একটা দুর্ভাগা জাতি। এত এত সন্ত্রাসী হামলা, এত এত মিলিটারী শাসন। এমনকি ক্রিকেট টিমেও ভেজাল!! ওকে আর কি বলব?!'
আমি যে শহরে থাকি, সেখানে আনেক পাকিস্তানী। বাংলাদেশী ও একেবারে কম না। কিন্তু সব সময় বাংলাদেশীদের সাথে পাকিস্তানীদের একটা অদৃশ্য দেয়ার অনুভব করি। জানি না, পাকিস্তানীরাও সেভাবে চিন্তা করে কিনা। এখানে আমি একটা করা আগে থেকেই ক্লিয়ার করে নেই, সেটা হল, আমি রেসিস্ট না। জাতিগত ভাবে আমি কাউকে বিচার করি না। আমি মনে করি, সেটা করাও উচিতও না। তারপরেও, আমার পাকিস্তানের প্রতি কিছুটা বিদ্বেষ থাকার কারন হল, তারা এখনো আনুষ্ঠানিক ভাবে আমাদের কাছে ক্ষমা চায়নি। আমার মনে হয় না, এখন পর্যন্ত পাকিস্তান সরকার বা পাকিস্তানের বেশীরভাগ মানুষ '৭১ এর ঘটনার জন্য দুঃখিত বোধ করে। আর এখন আমার কাছে মাঝে মাঝে মনে হই, তোদের আর ক্ষমা চাওয়ার দরকার নেই। তোদের ক্ষমাতে আমরা মু** বিসর্যন করি।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




