কিছু লিখতে হবে, ভাবলেই মনে হয় আমার অনেক কিছু লিখার আছে, অথচ আমি কি ই বা লিখতে পারি, মনের ভেতরের একান্ত যে সকল সত্য আমি নিজে ও মানতে চাই না, তা ই যদি লিখতে যাই তবে হাত কেপে উঠে। অথচ আমি নিছক সাধারন একটা জীবন কাটাই, ঘটনা বিহিন, অরকম কোনো চাপা সত্য আমার নেই, তবু অ মনে হয় লিখতে গেলেই প্রকাশিত হয়ে পরবে অন্ধকার কোনো কিছু।
আরেকটা বিষয় আমাকে ভাবায়, লিখতে গেলেই নিজেকে খুব দুখি হিশেবে প্রকাশ করতে চাই, আমি কি তবে মানুষের কাছে করুনা আশা করি? হবে হয়ত, আমার ইদানিং কালের কাজ ই তো নিজেকে করুনা করা, মানুষ ও করুক, করতে থাকুক, অভিলাসি মন চন্দ্রে ঠাই না পেয়ে যখন জোছনার খুজে অন্ধকারে হারিয়ে যায়, নিজেকে যখন পরাজিত ভেবে নিতে হয়, তখন কি আর করার থাকে, , , , অবাক দোটানায় থাকি, এখন ই মনে হলো আমি তো পরাজয়ে কখনো কিছু মনে করি নি, তাহলে তো অমাবশ্যার রাতে জোছনার খোজে বের ই হতাম না, বেছে নিতাম অপার চাদের রাত্রি।
লিখতে থাকলে এক সময় আবার মনে হয় অনেক চাদের অনেক রাত্রি পরে আছে পথের সামনে, জোছনার আশা থাকলেই পেয়ে যাব, তাই আমার এই লিখতে চাওয়া, প্রথম বাংলা ব্লগ, লিখতে চাওয়া টাকেই বড় মনে হল, আর কোনোদিন আর কিছু নিয়ে লিখব, বিদায়, নিজের কথা, কেউ যদি পড়েন, বিরক্ত হলেন? হউন, আমি মানুষ কে বিরক্ত করে আনন্দ পাই............।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




