মরমিয়া মাটির ঘরে ভালোবাসারে চমক দিয়ে
বারে বারে আনো ফিরিয়ে চলে যাওয়ার বাহানা নিয়ে
চলে গেলে মনের ঘরে ছাই চাপা এক আগুন থাকে
ভালবাসা আবার এলে খুন করার আজ আশা বুকে
তবু আবার এলে ভালোবাসা আবার আমি ভুলের ছলে
মনে থাকে বৃস্টি আশা তাই তুমি আজ নদী হলে
নদী্র জলে আবার ডুবি সাতার শেখার বাসনা নিয়ে
বেচে উঠি মাটির ঘরে ভালোবাসার চমক নিয়ে
বিকেল শেষে সবার মাঝে আবার আমি একলা হলে
খুন করারি আশা নিয়ে হাটি তুমি খুনি হলে
বুকের মাঝে গলার কাছে অচেনা এক কান্না আসে
বেচে থাকি আবার কোনো গহিন সুখের মিথ্যে আশ্বে...
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




