পেন্সিলে এঁকে এক নীল চোখ পরী
কোথা ফেলে এসেছি আজো খোজে ফিরি
হঠাত আজ দেখি শেই পরীর চোখেতে জল
তার চোখের নিচে করছে যে টলোমল.........।।
চোখের জলের রঙ কি দেব?...সাদাকালো
এক ই রঙ্গে মিশে থাকে আধাঁর-আলো
চোখের জলের রঙ কি দেব?...সাদাকালো
এক ই রঙ্গে মিশে থাকে আধাঁর-আলো.........।।
পরীর ওড়ার আকাশ হবে মেঘের নীলে
চোখের জল বৃষ্টি যদি শেষের আলোয় মিলে
ঘোর থেকে জাগো পরী এবার চোখ খোল
পৃথীবিতে দুঃখ পরী তুমি পাখা মেলো..........।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




