এই গ্রীষ্মের দুপুরে যখন বাতাস থেমে যায়
সূ্র্য মেঘে ঢেকে যায় না
তোমাকে হেটে যেতে হয়
তুমি থামতে পার না
মহীনের ঘোড়াগুলো তোমাকে বৃষ্টির সপ্ন দেখায়
বৃষ্টির বিকেলে কেউ বলতে চায় সব না বলা কথা
আমি রোদে পুড়ে তোমার পথে হেটে যাই
আর ভাবি
এই পথ যদি না শেষ হয়.....................
এই গ্রীষ্মের দুপুর যখন বিকেলের দিকে যায়
অথচ সন্ধ্যা নেমে আসে না
তোমার আঁধার ভাল লাগে
চাদের আলোয় একা লাগে না
দুরের তারাগুলো তোমাকে একলা হতে দেয় না
মেঘগুলো তোমার চাঁদ ঢেকে দেয় না
আমি চাঁদের আলয় একলা হতে থাকি
আর ভাবি
এই মেঘ যদি না বৃষ্টি হয়.....................
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




