হা, তবে তাই হোক, কোনো এক ঝড়ের রাতে রোদ্দুরের সাথে কথা হোক, বসন্তের মাতাল হাওয়ায় ফুলের বনে আগুন লাগুক, শান্ত বিকেলের স্নিগ্ধ আলোয় এই আমি খুনি আর তুমি খুন হোক।
হা, তবে তাই হোক, আবেগের আহবানে যে যায়, তার পথের আনাচে কানাচে ছড়িয়ে থাকুক আলেয়া আর মরিচীকার দল, পথ হারিয়ে সাপ্নিক মোহনার খুব নিকটে সে খুন হোক, আর তার অভিমানী প্রেয়সী অভিমান ভুলে ভালোবাসায় কাছে টেনে নিক তার খুনিকে।
হা, তবে তাই হোক, সব সত্য আজ যখন মিথ্যের জোয়ারে হারায়, নদীর স্রোতে ভেসে চলে যায় মানবতা, তখন, এই কালে যারা দেখতে চায় নদীর উজান, নদীর দুই কোলে তখন বন্যা আসুক, ভাসিয়ে নিয়ে যাক তাদের অবাস্তব আকাঙ্ক্ষা।
হা, তবে তাই হোক, যারা সপ্ন দেখবে, যে সপ্নে কোনো লালসা নেই, তাদের পুড়িয়ে মারা হোক, যারা আশা করে, যারা ভাবে পৃথিবী সুন্দর, তাদের করুণা করা হোক, যতদিন না তারা একে কুতসিত বলে।
হা, তবে তাই হোক, আমি সব মেনে নেই, মেনে নিলাম আমি ভ্রান্ত, আমি একালের নই, অতীতের ছিলাম না, আমার কোনো ভবিষ্যত নেই, আমি এ ভাবেই ভুল পথে চলতে থাকব, মেনে নেই আমার নিয়তি বারে বারে ভুল মানুষের কাছে নতজানু হওয়া,
আমি তবু এভাবেই থাকতে চাই...মায়ের মুখের একটু হাসি, বাবার স্নেহ ভরা চোখ, ভাইএর ভালোবাসা, আর অচিন দেবির অচেনা হাসিতে ভুলে আবার খুন হওয়া, আমি আমার মত থেকেই যাব...............
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




