তোমাকে ভুলে কোন ধুমায়িত সপ্ন নেই, আমার আগুন
তুমি চলে যাওয়ার পরে
ছাইদানি তে পরে আছে তোমার শেষ পুড়ে যাওয়া
চারিদিকে পৃথিবীর ধূসরতার দেয়াল
বিস্মিত আমি হাসি আমার হাসি কি কান্না কে বুঝতে পারে
এত ভালোবাসার একটি সিগারেট যখন অধূমপায়ীর হাতে?
হঠাত হাওয়ায় তুমি ভেসে আসো,
তোমার গন্ধ তোমার স্বাদ
আবার এসেছ ফিরে
এই আধারে মাতাল চুম্বন রত তোমার তামাক ঠোটে
অপেক্ষা করি, তোমার শেষ ছাইটুকু ঝরুক ভোরের ফুলের দলে
এই মধ্যরাতে আমি একা জেগে রই তোমার ঠোটেতে ভুলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




