স্তব্দ সকাল
ঘুম ভাংগে তোমাকে কল্পনা করে।
তোমার স্বপ্নীল উপস্থিতি ভেবে আনমনে হেসে উঠি
কি করছো তুমি।
ভালো আছো তো।
তোমার দেয়া গিফটগুলি আমার চোখে তোমার উপস্থিতি
তোমাকে মিস করি ঘড়ির প্রতিটি শব্দে।
দু'জনার দুটি মন এক হলেও
আমরা কি সত্যিই পারবো আমাদের এই
জীবন উপন্যাসের পরিনতি গ্রহণ করতে।
তোমার রোদ ঝলসানো হাসি আর সাবলীল কথামালার যাদুতে
আমি এতোটাই বিমোহিত,
যে রাতে হঠাৎ তোমার ডাকে জেগে উঠি।
প্লিজ এভাবে কষ্ট দিয়ো না।
দেখা দাও প্রিয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


