ফেসবুক ব্যবহার কারীদের জন্য সুখবর।
ফেসবুক সম্প্রতি বাজারে ছেড়েছে "ফেসবুক" নামক "ক্যাপসুল"
কার জন্যে জানেন?
যারা প্রতিদিন ফেসবুক ছাড়া কিছুই বুঝেন না।
ফেসবুক যাদের রক্তের সাথে মিশে গেছে।
ফেসবুকের ফেস দেখে যারা প্রতিদিন ই জিমিয়ে পড়েন।
যারা ফ্যাক আইডি ব্যবহার করেন।
যারা ফেসবুকে নোংরামি করেন এবং শিকার হন নোংরামির।
যারা মেয়ের আইডি দেখেই ফ্রেন্ড হওয়ার জন্যে রি-কোয়েষ্ট পাঠান।
যারা জানেই না ফেসবুক কি!
আর যারা আমার এই অর্থহীন লেখাটা পড়ছেন..........!!!
শুধু তাদের জন্যেই এই "ফেসবুক" নামক "ক্যাপসুল"
অনেক গুন সমৃদ্ধ এই বহুজাতিক "ফেসবুক" নামক "ক্যাপসুল"
আপনার হাতের কাছে যে কোন ফার্মেসীতে যোগাযোগ করেন।
বিশেষ দ্রষ্টব্যঃ ভন্ড প্রতারকদের হাতে প্রতারিত হবেন না।
ওরা আপনাদের আশেপাশেই থাকে...................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




