সামুতে যদিও রেজিষ্ট্রেশন করছি অনেকদিন। কিন্তু আসা হয় না। যার কারণে পরিচিত খুব বেশি না এখানে। নাই কোন বন্ধু। সে কারণে সাচ্ছন্দ খুব বেশি অনুভব করি না। বন্ধু না হইলে মজমাও জমানো যায় না।
ভাইবা চিন্তাইয়া তাই একখান মজমা জমানো পুষ্ট দিবার খায়েস হইলো।
প্রাক বিবাহিত জীবনে প্রেমে পড়ে নাই এমনতর বেডা বা বেডি নাই কইলেই চলে। নিদেনপক্ষে কারো ভাল লাগছে, মাগার কইবার পারে নাই
বিয়া কইচ্চি ৬ বছর। উল্টা-পাল্টা কিছু করি নাই আর (ভালা হইয়া গ্যাছি
এখন বিষয়ডা হইল, নিজের বউ এর লগে মনে মনে বা গোপনে প্রেমিকারে কি কখনও কম্পেয়ার কইচ্চেন, আমি করলেও কইতাম না, যদি আমার বউ জানবার পার সেই ভয়ে
আসেন মজমা জমাই য়া দেই।
অবিয়াত পুলাপানগো লাইগা কিছু না কইলে হ্যারা মাইন্ড খাইতে পারে হ্যার লাইগা, একখান কোয়েশ্চেন, আইচ্চা কনতো দেহি, বিডা লোক মাইয়াগো একখান জিনিস বানাইয়া দেই অথচ ব্যাডারা সারাজীবনেও সাহস পায় না হ্যাইডা ব্যবহার করবার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




