নির্ঘুমরাত জাগানিয়া ভোর শিশিরে স্নিদ্ধ প্রকাশ,
পাড়ি দেয়া তরী খানি ক্লাতিহীন ভালোবাসায়,
মিলনে দীর্ঘশ্বাস, হয়ত লেখা ছিল এই বিধির বিধান!
অপূর্ণ সাক্ষাৎ তোমাতে!
সহস্র বাসনার রজনীগুলো ক্রন্দনরত
নেই তুমি, থেকেও আজ অামি একা।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


