হে জাদুর আয়না/ 3rd generation blue-brain neuronalyzer?
বলতো কোথায় এখন সবসময়কার জলাবদ্ধতা?
-তোমার চোখে।
পৃথিবীর সবচেয়ে শূন্যস্থান?
-তোমার হৃদয়।
সবচেয়ে শুষ্ক?
-তোমার ঠোট।
সবচেয়ে স্থিরতা?
-তোমার পায়ে।
সবচেয়ে নিরবতা?
-তোমার কথায়।
বেশ। কি চাই আমার?
-ভালবাসার টিস্যুপেপার।
আর?
-মনবাড়ির খোঁজ।
আর?
মৃত কোষের ভাঁজে আদ্রতা।
Stupid. Stupid. Stupid. You stupid mirror. Stop fooling around me.
Stop it. Stop it. Stop it.
-সবচেয়ে নিরবতা কবরে।
-সবচেয়ে স্হিরতা থেমে যাওয়া হৃদয়ে।
-সবচেয়ে শুন্যস্হান আমাদের বাড়ি।
-আর সবসময়কার জলাবদ্ধতা আমাদের গু উপচে পড়া কমোডে।
-আমার চোখে অশ্লীলতা।
-আমার হৃদয়ে কলুষতা।
-আমার ঠোটে থুতু ছেটানো ব্যস্ততা।
-আর পা?
সে তো ক্রমাগত পদদলিত করে চলেছে আমাকেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




