হঠাৎ মনে হলো আমার মাঝে আমি নেই , বা আছি বা কি জানি না ..এরকম কি সবার মাঝে হয়, না কি শুধু আমার মাঝেই হচ্ছে ।কিছু ব্যাপার লক্ষ্য করলাম।
১) ছোটকালে খালি ঘুরতে মন চাইত ,বড়কালে ঘুরতে মন চায় না।
২) ছোটকালে কেউ বাসায় আসলে মনটা আনন্দে ভরে উঠত , এখন আর তা লাগে না বরং বেশিক্ষণ থাকলে বিরক্ত লাগে।
৩) ছোটকালে সব ব্যাপারে নাক গলানো একটা অভ্যাস ছিলো, এখন কোন ব্যাপারেই কথা বলতে মন চায় না।
৪) ছোটকালে কোন বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়নি বুঝতামই না ,এখন পদে পদে বুঝি।
৫) ছোটকালে কেউ বকা দিলে বা মায়ের হাতে মার খেলে জোরে জোরে চিৎকার করে গলা ফাটিয়ে কান্না করে লোক জড়ো করতাম , এখন যার যা খুশি বলে যায় কান্না তো দুরের কথা মন খারাপ ও করতে নেই ,,লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলতে হয়। তবুও যেন কেউ না বুঝে।
৬) ছোটকালে মরার কথা চিন্তা করলে ভয় পেতাম বার বার শুধু আম্মাকে বলতাম আম্মা আমি মরতে চাই না কখনও ,একালেও ভয় লাগে তবুও মনে হয় মরাই ভালো সব সমস্যার সমাধান।
৭) তবে সেকাল একাল র মধ্যে মিল পাওয় যায় আমার মধ্যে সেটা হলো ,সেকালেও পড়াশোনায় খালি ফাকি মারতে মন চাইতো একালেও অফিস ফাকি মারতে মন চায়
৮) সেকালেও কোন দায়িত্ব ছিলো না ,একালেও কোন দায়িত্ব নেই।
৯) ছোটকালে শুধু বাবা - মা এর হাত থেকে বাচতে চেতাম পালাতে চেতাম তখন পালানোর কোন সুযোগ থাকতো না ,একারে আল্লাহ্ আমাকে এমন সুযোগ করে দিল যে এখন শুধু প্রতি পদে পদে মা বাবা কে মনে পড়ে
১০) সেকালে কোন চিন্তা চেতনা ছিল না ,একালে রাজ্যের সব ভাবনা আমার মধ্যে পাহাড় গেথে বসে আছে।
১১) ছোটকালে সব বিষয়ে প্রতিবাদের ভাষা থাকত ,এখন সেটাও হারিয়ে ফেলেছি।
১২) ছোটকালে সবকিছুতে অধিকার খুঁঁজে বেড়াতাম বা জোড় খাটাতাম ,এখন আর কোন কিছুতেই নিজের বলে বা নিজের কোন অধিকার নেই বললেই চলে।
এটাই কি নিয়ম ? নাকি এগুলো সব আমার পাওনা ছিলো? সবই যদি পাওনা হয় তাহলে দেনার খাতাটার কি হবে?.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




