"ছোটবেলার কিছু গল্প" শিরোনামের প্রথম গল্পটি যে আমার ব্লগার বন্ধুরা পছন্দ করবেন এটা বুঝতেও পারিনি। মনে করেছিলাম সবাই বলবে ধূর, কিসব ফালতু লেখা দিসে....এর থেকে আরো মজার কতো ঘটনা ঘটে থাকে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অনেকে উৎসাহ দিয়েছেন,আবারো লিখতে বলেছেন তাই এখন আরেকটি পর্ব লিখছি। শিরোনামটি প্রথমেই এমন দিয়েছি যেন শুধু আমার ছোটবেলার গল্পের মধ্যে সীমাবদ্ধ না থাকে। বরং পিচ্চিদের মজার মজার গল্প যেগুলো আমি জানি সবই শেয়ার করতে পারি।
ছোটবেলায় খুব দূড়ন্ত ছিলাম। আমার ছোটবোনটা আবার অনেক বেশী মাতব্বর সবসময়ই। আমার দুরন্তপনায় ভয় দেখাতো ও। আমি জানালার গ্রিল বেয়ে সবচেয়ে উপরে উঠে খাটে লাফ দিতাম। আশপাশের কোনকিছুরই পরোয়া করতামনা। তো একবার উঠেছি। লাফ দেওয়ার জন্য রেডি। ও দৌড়ে এসে বললো "ঈঈঈঈ!! তুমি আবার উঠসো!! নামো তাড়াতাড়ি। শয়তান কামড় দিবেতো।"
আমার আরেকটা ঘটনা। রান্নাঘরে অনেকগুলো আদা আর রসুন ছিলে রাখা হয়েছে বাটা হবে বলে। আমার তখন মনে হল এগুলো তো আমিই বাটতে পারি। শুরু করাম বাটা। সবাই না করছে। কিন্তু কার কথা কী শুনছি। সব বেটে শেষ করে উঠে খুব বড় একটা কাজ করেছি এমন ভাব করছি। কিন্তু রাতও হয়নি আমার দুই হাতের জ্বালায় কান্নাকাটি আর দেখে কে!!
প্রথমেই আমার এক চাচাতো বোনের কাহিনী বলছি। ওর বয়স তখন ২/৩ বছর হবে। দাদা বিরাট সাইজের একটা কাতলা মাছ কিনে এনেছেন। এতো বড় মাছ মাছ দেখে সে যারপরনাই বিস্মিত। সবাইকে দেখাচ্ছে আর বলছে...."দেখ, দাদা কত্তো বড় একটা কাঁচকী মাছ আনসে!!"
আমরা তখন গিয়েছিলাম বড়মামার শ্বশুরবাড়ি। আমার মামাতো বোনটির তখন বয়স ২ বছর। প্রচুর কথা বলে। টিভিতে আ্যড দেখাচ্ছে কেয়া নারিকেল তেলের। এক মেয়ে তার চুল উড়িয়ে গান গাইছে "কেয়া, কেয়া, আমার চুলের ভালোবাসা।" তাই দেখে আমার ঐ পিচ্চি বোনটি ঠিক অনুকরণ করে গাইলো "টিয়া, টিয়া, আমার চুলের ভালোবাসা!!"
এবারের গল্পটি আমার আরেক মামাতো বোনকে নিয়ে। ওর বয়স ৩ বছর। সারাক্ষণ ও নানার ঘরে, মানে ওর দাদার ঘরে থাকতো। লেখালেখির কাজে ডিস্টার্ব করতো। একবার নানা বকা দিয়েছেন তো ঐ পিচ্চি বলে উঠলো, "দাদা একটা পচা মেয়ে!!"
এই পিচ্চিরই আরেকটা ঘটনা। গত বছর রোযার ঈদের রাতে আমরা সবাই খাওয়া শেষ করে মাত্র উঠেছি। পাশের রুমে গিয়ে দেখি ও ড্রেসিংটেবিলের উপরে উঠে বেচারী একা একা লিপস্টিক লাগাচ্ছে। আর ঐ লিপস্টিকটা হল একটা মোটা কাজল!!!
আমাদের বাসায় বেড়াতে এসেছে ওরা। বললাম আজকে থাকো, ওমা বলে কি,"না থাকা যাবেনা থাকলে ভূত এসে কামড় দিবে!!" এ্যাত্তো মজার মজার কথা বলে এই পিচ্চিটা!! কী আর বলবো এই মামাতো বোনকে নিয়ে...ওর কথা লিখতে গেলে আমার সময় ফুরিয়ে যাবে!!
এবার আমার ভাইয়ের একটি ঘটনা বলি। তখন ওর বয়স তিন বছর। আম্মু বড়মাছের তরকারি রান্না করে পাশের রুমে কী একটা কাজে গেছেন। ভাইটা তখন করলো কী জানেন? বলবো? একমুঠ ছাই নিয়ে তরকারিতে ছেড়ে দিল!!!
আর কিছু মনে পড়ছেনা। আরেকটা কথা হল আমি অনেক অলস তাই টাইপ ও করতে ইচ্ছে লাগছেনা। আপাতত এটুকুই থাকুক। মনে পরলে আবার লিখবো ইনশাল্লাহ্।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




