কেমন আছেন সবাই। আমার ব্লগে বা আমার জীবনের ডাইরিতে আপনাদের স্বাগতম। এই ব্লগ টা আমি লিখছি, কারন আমি আসলে নিজেকে জানতে চাচ্ছি। মানুষ যখন একা থাকে তখন তার মনের অগচরে নানা রকমের মানুষ জন্ম নেই। সেই মানুষটা নিজে নিজে অনেক অনেক মানুষের জন্ম দেয়। হুম হয়তো ভাবছেন, মানুষের জন্ম দেয় কি করে, হতে পারে মনের জন্ম দেয়। আমার কাছে একি। মন না হলে মানুষ হল কি করে, তাই মানুষ বলছি সেগুলোকে।
যাইহোক, এখানে আমি কারো ধার ধারছি না, আমাকে যদি পাগল বা ছাগল বা বোকা বলে আখ্যায়িত করতে চান তো করবেন। আরে আমি তো নিজেকে জানতে চাচ্ছি। তাই সব ধরনের কমেন্ট আবশ্যক।
আমার নিক ভীষন চিন্তায় পড়েছি দেবার কারন, ব্লগের বিষয়বস্তু কি হবে তা আমি বুঝতে পারছিলাম না। তাই চিন্তিত বিষয়টাকে মাথায় না রেখে দিয়ে নিক হিসাবে ইউজ করে ফেললাম।
আচ্ছা যাইহোক, শুরু যখন করতে পেরেছি, তখন লেখাটা এগিয়ে নিয়ে যাব, আমার এই পুরো ব্লগ টি থাকবে, নিজেকে নিয়ে।
পর্ব-১
আমার একটু পড়েই কাজে ছুটতে হবে। গতকাল রাতে একদম ঘুমাতে পারিনি। হু কায়েস কে খুব মিস করছিলাম। ওর সাথে কথা কাটাকাটি করে কথা বলা বন্বধ রেখেছিলাম বেশ কিছুদিন। ভেবেছিলাম ও আমাকে একটা কল করে আমার সাথে কথা বলতে চাইবে। অথচ রাগের মাথার প্রথম তিনদিন আমার সেল পুরো অফ। কারন আমি নিজেই চাই ছিলাম না কারো সাথে কথা বলতে। অথচ ও যখন সত্যি কল করলোনা খুব মন খারাপ হয়ে গেল। তারপর আর কি যথারিতী আমি ফোন করে বললাম, এই তোমার ভালবাসা? আমাকে একবার কল করার ইচ্ছে হয়নি তোমার? আসলে তুমি আমাকে ভালবাস না, বাসলে একদিন কল করতে?
ও বললো কি জানেন, বললো হুম, কল করলে তো বকা খেতে হত তাই করিনি। আমি বললাম, হ্যা বকা খাবার ভয়ে যদি কল করা স্টপ রাখো তাহলে একদিন সত্যি যখন হারিয়ে যাব তখন বুঝবা মজা। আমার আসলে ভীষন রাগ হচ্ছিল।কল করে দিলাম উল্টা ঝারি। অথচ দেখুন এই ছেলেটাকে মিস করে আমি গত রাত ঘুমাতেই পারলাম না। কেন রাগ আসে আর কেন রাগ ধরে রাখতে পারি না?? আমি কেন এমন। এসব চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার। ভাবলাম আসলে আমাকে দিয়ে কিছু হবে না, আমি অতিশয় বোকা টাইপের মেয়ে, যে অনেক ভালবেসে মানুষকে কাছে টানতে পারে আবার অনেক অভিমান করে তাদের কে দূড়ে ঠেলে দিতে পারে।
যাইহোক, কায়েস আমার ওপর অনেক বিরক্ত এখন। বেচারা কে অনেক বিরক্ত করে দিলাম।
কাজে ছুটবো, আপনারা ভাল থাকবেন সবাই।
টা টা..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




