একটা কথা
মাথার ভিতর শুধু ঘুরপাক খাচ্ছে আর খাচ্ছে
অদ্ভুত ঘুণপোকা যেন, চন্ঞ্চল, অস্হির
অস্তিত্ত প্রকাশে একটু বেশিই যেন সরব
আমার ভুলোমন চায় শুধু ভুলে যেতে
হয়ত অনিচ্ছায়....কিংবা কে যানে ...হয়ত ইচ্ছায়
আর তখনই গুণগুণ.....গুণগুণ
মাথার ভিতর উলটপালট.....
একটা কথা বার বার বার
....."স্বপ্ন কোথায় স্বপ্ন"....
....."যেমন খুশি বাচো মরো
.....যা খুশি তাই করতে পারো
.....আমার শুধু স্বপ্ন চাই
.....নানান রকম স্বপ্ন "........
তাই অপারগ আমি,
মিনতি করি করে হা্ত জোড়
......হে স্বপ্ন ফিরে এসো
আর একবার দয়া কর অর্বাচীন আমায়।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


