স্বপ্নের ঐ নীলাকাশ আর অস্থির মনের উড়ু উড়ু ভাব,
মেঘে ঢাকা আকাশ শুধু কি আড়াল করে ঐ শুভ্রতাকে ?
স্বপ্নবোনা পথিক জানে না কোথায় তার শুরু আর শেষ,
অস্থির পথচলা,চেয়ে থাকা ঐ ভবিষ্যতের দিকে ?
অচেনা মুখ,অচেনা ভালবাসা নেই কোন আশা
তবুও মন ভাবে সে পাবে পথের দিশা কোনও একদিন,
এই কি ছিল তবে ললাটের লিখন,সাথে নিয় আগমন ?
কেন তবু আশা নিয়ে এই পথচলা,এভাবে এগোনো যায় কি,
তারপর ও কেন এগিয়ে যায় সামনে জানি না,
যেতে হবে জানি,কোথায় যাব জানি না,
অন্ধকার পথে চাই আলোর দেখা পেতে,ভাবছি শুধু নিজের ভাবনাগুলো নিয়ে।
সীমাহীন ভাবনা নিয়ে স্বপ্নের সফলতা পেতে এ যেন লক্ষ্যহীন পথচলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




