কল্পনা ভালবাসা
আমি ভেবেছিলাম আমার আকাশটা আমি তোমায় দিয়ে দেবো
সেখানে তুমি পাখি হয়ে উড়বে
আমি চেয়েছিলাম তোমার কষ্টগুলোকে আমি আমার করে নেব
সেখানে তুমি সুখের চাদরে ভাসবে
আমি বলেছিলাম তোমা আজীবন আমি ভালোবেসে যাব
যেখনে তুমি শুধু আমার হয়ে থাকবে
কিন্তু তুমি চাইলেনা?
কেন,চাইলেনা আজ তা প্রশ্ন করবনা?
কারন আজ যে আমার আনমনা হবার দিন
আমি আনমনা হয়ে আজ তোমার মাঝে হারিয়ে যাব
স্মৃতিগুলোকে একটু একটু করে মনে করে আমি সুখ খুজে নেব
মুক্ত বিহঙ্গের মত পাখি হয়ে না হয় আজ আমার আকাশটাতেই উড়ে বেড়াবো
নাহ,আমি পাখি হব না,আমি প্রজাপতি হব
প্রজাপতি হয়ে তোমার এলোচুলে হারিয়ে যাব
তোমার এলচুলের ঐ মিষ্টি ঘ্রাণে আজ আমি মাতাল হব
তারপর ছোট্টো করে তোমার অধরায় আমার ডানা ছোয়াবো
তখন না হয় আমার পাশে একটু বসো
তখন বিশ্বাস কর আমি প্রার্থনা করব
আমি বলব হে স্রষ্টা তুমি আমায় আরেকটিবার মানুষ করে দাও
আমি মানুষ হয়ে আমার সখির পাশে বসব,তাকে ভালোবাসবো,তাকে গল্প শোনাব,তার টোল পড়া গালে আমি একটু হাত বুলাব
তখন জানিনা স্রষ্টা আমার প্রাথনা শুনবেন কিনা
তবে মানুষ হতে না পারলেও আমি ঘাস হয়ে জন্মাব
যখন তুমি শিশির ভেজা ঘাসে তোমার আলতা রাঙ্গা পা ফেলে হাটবে
তখন আমি ছুয়ে যাব তোমায়
জানি না,তখনও বলবে কিনা,হ্যা আজও ভালবাসো আমায়
জানি না আমি সত্যিই জানি না……………………..
I think love is that matter which comes from heaven,If you can’t understand my love,then I don’t know believe me I really don’t know what should I do?But I just loved you,still love you…………….and I’ll love you……………………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




