গান, মুভি, গেম.... এই তো ছিল আমার জীবন। একটা শুনি, দ্বিতীয়টা অবাক হয়ে দেখি... আর শেষেরটা উফফ, এইটা ছাড়া তো আমার চলেই না! এইটা নিয়ে বসলে দিন কখন রাত হয়ে যায় বোঝাই যায় না।
ডাউনলোড....
ডাউনলোড....হায়রে ডাউনলোড....সবকিছু বন্ধ হয়ে গেলেও এই জিনিষ বন্ধ হতে চায় না।
ফাইল হোস্টিং সাইট গুলো তাহলে বন্ধ হয়েই যাচ্ছে। কয়েকদিন আগে থেকেই Megaupload.com বন্ধ; সকাল থেকে filesonic.com ও ডাউনলোড করতে দিচ্ছে না..... ধুর!!!
যে জিনিষ torrent এ না পাইতাম সেগুলো কোন না কোন ফাইল হোস্টিং সাইটে পাইতাম। কিন্তু যেভাবে ফাইল হোস্টিং সাইট গুলো বন্ধ হয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই হয়ত পুরোপুরি TORRENT নির্ভরশীল হতে হবে
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




