ব্লগ.... বাংলা ব্লগ!
যেখান থেকে অনেক কিছু শিখলাম, জানলাম, বুঝলাম। এই সামুতে কী আছে.... যার জন্যে বারবার ছুটে আসি? কথাটা ভুল বললাম, কারণ কী নেই এখনে। হাসি-কান্না, রাগ-অভিমান, +++++ কত কী যে আছে তা গুণে শেষ হবার নয়।
বছর দুয়েক আগে যখন বাংলা ব্লগ সম্বন্ধে জানলাম। তখন থেকেই সামুতে আসা যাওয়া। তখন শুধু বিভিন্ন ব্লগারদের লেখা পরতাম, এখনও বেশির ভাগ সময় পড়েই তুষ্ট থাকি।
এইতো সেদিন, একটা লেখা পড়ে কমেনট না করে থাকতে পারি নাই। কমেনট করতে গিয়ে দেখি “মন্তব্য করতে লগইন করুন” অবশেষে করেই ফেলি রেজিষ্ট্রেশন। আর আজ লগইন করে দেখলাম .....
দেখতে দেখতে ১টি বছর কাটিয়ে দিলাম রেজিস্টার্ড ইউজার হিসেবে.... দেখি আর কতদূর যেতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




