"তোমাদের রবের পক্ষ থেকে যাহা নাযিল হয়েছে তার আনুগত্য কর। তাঁকে ছাড়া আর কোন অলি-আওলিয়াদের আনুগত্য কর না। তোমরা কম লোকই উপদেশ গ্রহণ কর। (সুরা আ'রাফ, আঃ-৩)
"তোমরা যে বিষয়ে অজ্ঞ, সে বিষয়ের জন্য তোমরা আহলে যিকিরগণকে জিজ্ঞেসা করে জেনে লও।" (সূরা নহল, আঃ-৪৩)
(আহলে যিকিরের অর্থ, যে সকল বিদ্বান ক্বোরআন সুন্নাহর বিদ্যায় বিশারদ এবং শরীয়তের অনুগামী। আধ্যাত্ম বিদ্যায় পারদর্শী অথচ ক্বোরআন ও সুন্নাহর অমান্যকারী বিদ্বানরা মহাপন্ডিত, বিদ্যাসাগর, সুফী সম্রাট, দরবেশ, পীর, মুরশেদ, সাধক, মোকাম্মেল, হাদীয়ে জামানা, কুতুবে রব্বানী, মাওলানা, শাহ সুফী, মাহবুবে ছোবহানী সব কিছু্ই হতে পারেন, কিন্তু তাদের পক্ষে 'আহলে যিকির' হওয়ার সম্ভাবনা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




