hernia মানে হচ্ছে protrusion of any viscus through any weak channel।এর মানে হচ্ছে আমাদের শরীরের কোনো অর্গান যেমন অন্ত্র বা ওমেন্টাম বা ফ্যাট কোনো একটা দূর্বল জায়গা দিয়ে বের হয়ে আসা।সেটা হতে পারে Inguinal canal, femoral canal,umbilicus বা নাভি অথবা পূর্বের কোনো অপারেশনের কাটা(incision) জায়গাটি।
এর মধ্যে ছেলেদের সবচেয়ে কমন হচ্ছে inguinal hernia।এতে অন্ত্রের অংশবিশেষ inguinal canal দিয়ে বের হয়ে অন্ডকোষে চলে আসে।inguinal canal আমাদের পেট এবং উরুর ঠিক সন্ধিক্ষনে অবস্থিত।এর extension হচ্ছে পাশের উচু হাড়(anterior superior iliac spine)থেকে midline পর্যন্ত।inguinal canal এর দুটিopening।একটি opening পেটের ভিতরে অন্যটি অন্ডকোষে(scrotum)।hernia হলে extra (foreign) content এর কারনে canal বা scrotum টা ফুলে (swelling) যায়,ব্যাথা হতে পারে।
যখন আমরা কোনো ভারী কাজ করি যেমন ব্যায়াম করা বিশেষ করে বেলী মারা বা থাই এর ব্যায়াম বা সাইকেল চালনা বা ওয়েট লিফটিং তখন অর্গান গুলাতে অনেক প্রেসারের কারনে তারা কোনো weak point দিয়ে বের হয়ে আসতে চায়।এভাবে সৃষ্টি হয় inguinal hernia।এটা young age এ সম্ভব না হলেও above 40 years দের জন্য খুবই কমন।কারন তাদের দুর্বল মাংসপেশী।inguinal hernia দুই ধরনের direct এবং indirect।
তাই ভারী কাজ করার আগে under wear পরুন যেন opening এ অতিরিক্ত pressure থাকে।
পরীক্ষার দ্বারা কারও hernia নিশ্চিত হলে অবশ্যই operation করতে হব।সেক্ষেত্রে ছোট একটা incision দিয়ে content গুলো ভিতরে পাঠিয়ে দেওয়া হয় এবংএর posterior wall সেলাই করে দেওয়া হয়। hernia operation তিন ধরনের।রোগীর বয়স অনুযায়ী এটা differ করে।এর cost ও বেশী নয়।সরকারী হাসপাতালে ১-২ হাজার টাকায় এ অপারেশন করানো যায়।
(inguinal canal দিয়ে content বের হয়ে আসছে)
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




