ফেসবুকে বা অন্য কোন সামজিক ব্লগে গরুর ছবি দেখে আপনারা হয়ত অনেকে মাইন্ড করে ফেলছেন! ভাবছেন কি কমনসেন্স রে, গরুর ছবি দেয় বা গরুর সাথে সেলফি তুলে! আমি অনেক ভেবে দেখলাম, এটা আসলে কোন দোষের কিছু নয়! এটা এক ধরনের ভালবাসা প্রকাশ মাত্র (ফেবুতে বা সামাজিক সাইট গুলোতে এখন যোগাযোগ নিমিশেই বা সেকেন্ডেই বলে হয়ত)! যিনি ছবি দেন তিনি আনন্দে এই কাজটা করে ফেলেন, সেলফির ব্যাপারটা আরো জটিল, তিনি নিজে নিজকে গরুর কাছাকাছি নিয়ে প্রমান করতে চান তিনি ভাল ছেলে বা মেয়ে!
আমি তাই ভেবেই লিখেছি, কোরবানীর গরু নিয়ে যারা সেলফি তুলে ফেবুতে আপলোড দিচ্ছে, তারা আসলে মানুষ মন্দ নয়, আপনার আমার মত গরুদের ভালবাসা উনারা চায়!
এই অনুভুতি, গরু নিয়ে সামুতে এই ব্লগ লিখতে গিয়ে এটা আমার বার বার মনে হচ্ছে! হা হা হা.।।
চলুন আমার ফেবু বন্ধুদের গরুর খুঁজি এই ব্লগে! গরুর ছবির নামের নিচে আমার বন্ধুদের নাম তুলে দিলাম, আপনারা গরুর নাম ভেবে নিবেন না!

এ বি এম শিবলী (কিছু গোস্ত এবার শশুড় বাড়ী যাবে!)


আলাউদ্দিন রতন (রতনে রতন চিনে)

আলি আহমেদ (ঈঞ্জেকশন ছাড়া পাইলাম)

আমি সমুদ্র (গরু এবং তিনি, সমানে সমান)

আতাউল্লাহ (সেলফিটা বেশ বাজার কাটছে!)

বিডি আইডল (কিছু না সিরিজ!)

বাউন্ডেলের গরু

চার্লস ডিকেন্স ষ্টেলা (ধর্ম কর্ম যত তত, গরু খাব ভাল মত!)

ত্রিশেঙ্কু মল্লিক (সৈনিক গরু)
আপাতত এই পর্ব এখানেই, আরো আসছে, হাতে এখনো অনেক গরু! আপনারটাও আসবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


