একটি রাষ্ট্রের সরকারের অনেক কাজ আছে এবং করেও থাকে, তবে সেই কাজের অনেক কাজের একটা ছোট ধারা হচ্ছে 'গবেষণা'! এই ধরুন দেশে কোন সমস্যা হল বা এক শ্রেনীর মানুষ কিছু উলটা পালটা কাজ করছে এবং তা দিন দিন বাড়ছেই, সরকার কি এই বিষয়ে মন গড়া কথা বা সমাধান দিবে? নিশ্চয় না, এখানে সরকারকে লোক দিয়ে গবেষণা করে একটা পুথি বের করতে হবে এবং সেই ফলাফলের আলোকেই সরকারের লোক বা সরকার প্রধান পুরো জাতিকে এই ঘটনার কারন জানিয়ে দিবেন এবং সমাধান বের করে সেই উলটা পালটা কাজের লোকজনদের ফিরিয়ে মেইন ট্র্যাকে নিয়ে আসবেন। খুব সহজে বলার চেষ্টা করলাম, মানে কোন সিধান্ত নেয়া বা বলার আগেই সরকার প্রধানের কাছে তথ্যভিত্তিক দলিল থাকতে হবে এবং তার সমাধানের রাস্তাও থাকতে হবে।
এবার ঘটনায় আসি, এই যে ক্রিকেট খেলায় বাংলাদেশের নাগরিক হয়ে দেশের খেলার সময়েও আমাদের কিছু তরুন, যুবক, যুবতি, বৃদ্ধ দেশকে সমর্থন না করে অন্য দেশকে সমর্থন করে, এর কারন কি! আপাত দিকে চিন্তা করলে এটা খুব ঘৃন্য ও কুরুচি মনে হয়, মনে হয় কেন এরা এই কাজ করছে, এদের কি বিদ্যা বুদ্ধি নেই, এরা কি দেশ প্রেম জানে না, ইত্যাদি ইত্যাদি। আসলে এদের নিয়ে সরকার বা অন্তত বিসিবিকে দিয়েই একটা গবেষণা করে নিতে পারে, কেন এত এত মানুষ এই ঘৃন্য কাজ করছে, কি তাদের উদ্দেশ্য, বা এতে তারা কি পাচ্ছে! এই গবেষনার ফলে আসল তথ্য বের হয়ে আসত, জাতি বুঝতে পারত, আমাদের জাতি গঠনে কোথায় গলদ? দেশের সরকার প্রধান বা ত্বদীয় দায়িত্ব লোকেরা বুঝতে পারত, পাশাপাশি এর একটা সমাধান বের হয়ে আসতে পারত, ফলে ভবিষত্যে আমাদের আর এই দৃশ্য দেখতে হত না।
আরেকটা ঘটনায় আসি, দেশের প্রায় লোক এখন বিদেশ চলে যেতে চায়, যাকেই জিজ্ঞেস করি সে বলে এই দেশ ভাল না, এখানে থেকে কি হবে ইত্যাদি ইত্যাদি। এই যে মানুষ এমন বলে এর কারন কি? সরকারের এখানেও গবেষণা দরকার, সরকার গবেষণা করে আমাদের জানাবে, কোথায় সমস্যা এবং জাতি কি চায়? সরকার সেই মোতাবেক ব্যবস্থা নিবে, জনগণের মনে শান্তি দিবে। ইত্যাদি ইত্যাদি!
আপনাদের কিছু বুঝাতে পারলাম কি না বুঝতে পারছি না, তবে ধরে নিচ্ছি আমার কথার মুল সুর বুঝতে পারছেন। যাই হোক, আমি চিন্তা করতে বসলেই দেখি, আমাদের দেশ এখন পর্যন্ত একটা সুশাসনে পরিচালিত হয় নাই, ফলে জাতির অনেক মানুষই সুবিবেচক হিসাবে গড়ে উঠছে না, তারা বুঝতেই পারে না, দেশ প্রেম কি, দেশ কেন দরকার, দেশ হলে কি কি সুবিধা, স্বাধীনতার মুল্য কি, দেশের খেলায় দেশকে কেন সমর্থন করা উচিত, এতে দেশের সন্মানের সাথে নিজেদেরো সন্মান বাড়ে ইত্যাদি ইত্যাদি।
মুলত এই না বোঝার কারণেই বা সুন্দর শাসন না দেখার কারণেই অনেকেই এলোমেলো কাজ করে যাচ্ছে, ফলাফল সামনে আরো আছে নিশ্চয়! জাতি গঠনে সরকার কিছু না করায় সামনে আরো বিশ্রী জেনারেশন আসবে বটে! (সংক্ষিপ্ত)