খবরটা পড়ে হাসছিলাম! হা হা হা। আজকের পত্রিকাতে প্রকাশিত সংবাদের হেডিং, "শান্তি ফেরাতে বিদ্রোহীদের চাপ দিতে চীনকে অনুরোধ মিয়ানমারের!"
চুরি চুরি আবার সিনাজুরি! তোরা গণমানুষের ভোটাধিকার কেড়ে নিলি, গণমানুষের রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেয়ার অধিকার কেড়ে নিলি, গণমানুষের ইচ্ছা অনিচ্ছার কোন দাম দিলি না, গণমানুষ কে কি হতে চায় তা ভাবলি না, গণমানুষের খাবার দাবার কি খাচ্ছে কোথায় পাচ্ছে কোথায় হাগছে তার খবর নিলি না, তদুপরি কথা বললেই হত্যা গুম জেলে ভরে দিচ্ছিস, আর এখন তোদের শান্তি দরকার! আগে তোদের অত্যাচারের হিসাব দে! শান্তি এত সোজা না রে! আর মানুষ এত বোকা আর কি! বছরের পর বছর ক্ষমতায় থেকে আলিশান জীবন যাপন, বটে! জ্বি আমি মায়ানমার তথা বার্মার কথা বলছি!
খবরে প্রকাশঃ
যুদ্ধ বন্ধ করে জান্তাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে চাপ দিতে চীনকে অনুরোধ করেছে মিয়ানমার। গত বুধবার দেশটির জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎকালে এই অনুরোধ জানান। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার চীনের রাজধানী বেইজিং সফরে যান মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে। সেখানে তিনি গত বৃহস্পতিবার যোগ দেন লাচাং-মেকং কো-অপারেশন শীর্ষক পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে। তারই এক ফাঁকে থান শোয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে মিয়ানমারের অন্তত তিনটি ভ্রাতৃপ্রতিম বিদ্রোহী গোষ্ঠীকে যুদ্ধ ছেড়ে জান্তাবাহিনীর সঙ্গে আলোচনায় বসতে চাপ দেওয়ার জন্য ওয়াং ইকে অনুরোধ করেন থান শোয়ে। তাঁর চীন সফর এমন এক সময়ে হচ্ছে যখন চীন সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি, দ্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও আরাকান আর্মি জান্তাবাহিনীর দখল থেকে বিপুল পরিমাণ ভূমির নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছে।
গত ২৭ অক্টোবর এই তিনটি বাহিনী সম্মিলিতভাবে মিয়ানমারের জান্তাবাহিনীর বিরুদ্ধে অপারেশন ১০২৭ শুরু করে। সেই অপারেশন শুরুর পর এই প্রথম কোনো দেশ সফরে গেলেন থান শোয়ে।
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকে ওয়াং ই বলেছেন, চীন আশা করে মিয়ানমারে শিগগিরই জাতীয় ঐক্য ও সমঝোতা শুরু হবে এবং দেশের সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে রাজনৈতিক রূপান্তর সূচিত হবে।’ এ ছাড়া চীনা একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, জান্তা সরকার বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য চীনের সাহায্য কামনা করেছে।
পুরো খবরের লিঙ্কঃ এখানে
সত্যি বিচিত্র খায়েশ!

সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



