১৬ বছরের অধিক সময় ধরে এই বাংলা ব্লগে আছি, সমার্থ্য অনুসারে যা পারি লিখি, অন্যের পোষ্ট দেখি, কমেন্ট করার আগে ১০০বার ভাবি বা কখনো কমেন্ট করি না! এভাবে আবার পরের দিন আসি। এই দীর্ঘদিনের উপস্থিততে খুব একটা কারো সাথে বিবাদে জড়াই নাই, অহেতুক কাউকে খোছা দিয়ে কিছু বলি নাই (১/২ জনের সাথে ছাড়া)!
কিন্তু আজকাল ব্লগ খুলতেই ভয় পাই, লিখতেও ভয়। যা লিখি তাতেই কয়েকহারামজাদা বিশ্রী কমেন্ট করে ফেলে, রিলেটেড কমেন্ট সহ্য করা যায়, উত্তর দেয়া যায়, বিতর্ক বা সমালোচনা করা চলে কিন্তু এই ননরিলেটেড বিশ্রী কমেন্টের উত্তর কি দেয়া যায়! আবার এই বিশ্রী কমেন্টের উত্তর দিলে সেইশুয়োরেরপাল দল বেঁধে মাঠে নামে, কাল্পনিক কথা লিখে দিয়ে যায়! ভয় লাগে এদের!
শুয়োরদের লজ্জা থাকে না জানি, মানুষ হিসাবে আমার লজ্জা হয়, এই অসভ্যদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না!
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




