
অতি সম্প্রতি কুমিল্লা বিভাগ নিয়ে চলমান কাউয়া ক্যাচালে , একটি অনাহুত বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন বিষয়ে সুতীব্র বাক্য বাণে প্রতিপক্ষকে শোতাইয়া ( পরম যতনে শুইয়ে দেয়া ) ফালানের জন্য এই প্রবাদ সমূহ মহামান্য ফেসবুকার বন্ধু গণ ব্যবহার করলে - লড়াই সংগ্রামের মাঠ গরম হবে , আমার বিশ্বাস ।
বর্তমান পরিস্থিতি -“আমি আইলাম আৎকা , আমারে কয় ভাত খা”। কুমিল্লা বাসী’র এই সুদীর্ঘ আন্দোলনের ফল "ডিমা পাড়ে হাসে খায় বাগদাসে” হতে দেয়া যাবে না কোনভাবেই, ভাইয়েরা আমার ! এই প্রবাদ-প্রবচন সমূহ “বাংলা একাডেমি , বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা , কুমিল্লা” প্রকাশ কাল মার্চ ২০১৪, পৃষ্ঠা ২৯৩-৩০৯ থেকে -এখানে লিপিবদ্ধ করা হয়েছে । অতএব ৫৭ ধারায় মামলা খাওয়ার কোন ভয় নেই । আয়নামতি মাঠে ভানুমতী অপেরার 'লুটা কম্বল শো’তে "পোন্দের হুড়কি দিয়া আসমান দেখা"র- এই পাঁয়তারা বন্ধ করতে হবে , করতেই হবে !
ব্যাঙও চায় ঠ্যাঙ মেলতে।
হাগেও না পথও ছাড়ে না।
দেশি কুত্তার বিলাতি ডাক।
ছেলে ভাল , লজিং পায় না।
গু খাইয়া পাদেরে ঘিনায়।(ঘৃণা)
যে পাতে খায় , সে পাতেই হাগে।
পুটকিত নাই ছড় , নাম রামকৃষ্ণ ধর।
হুরের কপালে সিন্দুর লাগে না। (শুয়র)
পাডা পুতায় ঘষাঘষি , মইচের জীবন শেষ।
অল্প বিদ্যা ভয়ংকরি হেতের নাম ডিকশনারী।
গু খাওইন্যা গরুর মুখে কাপড় দিলেও গু খায়।
কাউয়ায় চিনে ঘাউয়া কাডল। (ঘাঁ যুক্ত কাঁঠাল)
থাকতে চিনে নাই , মল্লে রামচন্দ্রপুরের গোসাই।
কাঁচাত না নোয়াইলে বাঁশ পাকলে করে ঠাস ঠাস।
ছিড়তারে না মোরগার বাল, নাম দিছে শেখ দুলাল।
হাগা নাই পুটকির বাঘা ডাক। (করুন তথাপি দাপট)
শ্বশুরবাড়ি মধুর হাড়ি , রাত পোহাইলে পাছায় বাড়ি।
মোল্লার পেট খোদার তাগারি, যত ঢুকায় ততই ঢুকে।
বিলাই ছিক্কার লাগল না পাইলে কয় আমার। (শিকার)
কুত্তার লেজ বার বছর ঘি দিয়া ডললেও সোজা হয় না।
হাস্তা কাডলের তিন দোষ , না হয় ভোতা না হয় কোষ।
আজাইরা থাকলে গজাইরা গীত । (কাজে নাই যা খুশি)
তল দিয়া তল কাডে উর্পে দিয়া পূজা করে। (কিসিঞ্জারি)
নিজের চ্যাট কালসাপ হইয়া নিজেরে ঠোড় দেয়। (দংশন)
হাতি যদি লোদে পড়ে চাঞ্চোরায় পুটকি মারে। (লোদ-কাদাঁ)
সারা রাত হাপ পিডাইলাম সকালে উইট্টা দেহি দড়ি। (সাপ)
নিজের পুটকিত ছ’মুন গু ,পরেরে কয় পুটকি ধু । (ধৌতকরা)
হালিকের হোগায় তেল অইলে মোল্লা বাড়িত বাসা বাঁধে। (শালিক)
যেই না তার চেহারা , তার নাম পেয়ারা , আবার করে কুয়ারা। (বায়না)
সাউয়ার লগে দেহা নাই , ধোন লইয়া টানাটানি। ( স্ত্রী জননাঙ্গ, পুং জননাঙ্গ)
ঘর তুলছে দেড় হাত , জামাই বউ দুইজনে হোতলে পেট লাইগ্যা থায় বেড়াত।
আমার গোলার ধান কেড়ি পোকে খায় , আমার শালা বড়গিরি দুপুইরা উপাস যায়।
সতী নারীর পতি যেমন পর্বতেরই চূড়া , অসৎ নারীর পতি তেমন ভাংগা নায়ের গুড়া।
বুকে লোম মমিনের , কানে লোম কমিনের , ঘাড়ে লোম ঘাউরার, পোন্দে লোম মাউড়ার।
লাখ টেহার দাঁতে মাজে চূলার ছালি , দেরশ টেহার জুতায় লাগায় লন্ডনের কালি। (ছালি- ছাই)
পাডারে বলি দেয় পাডিয়ে হাসে, পাডি জানেনা তার কপালে আছে বর্কি ঈদ। (পাডি-মেয়ে ছাগল)
পান খাইতে স্বাদ লাগে না , স্বাদ লাগে তার চুনে , সুন্দর কথায় মন ভুলে না , মন ভুলে তার গুণে।
হারাদিনে কামাই হারে পাঁচ আনি , বাইত গেলে মাগি কইব -সাবান আনছনি। (সক্ষমতা বনাম অক্ষমতা)
পোলা বিয়াইলাম বউয়েরে দিলাম , ঝি বিয়াইলাম জামাইরে দিলাম । আমি হইলাম বান্দি , রান্দি আর কান্দি।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


