প্রেম কিংবা ভালবাসা,
কারো কাছে সোনা, কারো কাছে পিতল-কাঁসা,
কেউ দেয় দাম,
কেউ বা তুলে নিলাম,
দাম দেয় যে, সে পায় দুখ,
নিলাম দেয় যে, সে করে সুখ,
তাই বলে ঠিকসই না তা আজীবন ধরে,
একদিন ঠিকই তার দাম বাড়ে প্রেমের শেয়ার বাজারে,
তখন নিলাম দিল যে, সে বলে হায়,
কেন এই দামি জিনিস নিলাম দিলাম ভাই,
কষ্ট করে যদি তা আকঁড়ে রাখতাম,
আজকে কতই না তার চড়া দাম পেতাম,
এইভাবে পরিশেষে আফসোস করে প্রেম-নিলামী,
আর জীবনে স্বর্গসুখ আনে যারা খাঁটি-প্রেমী |
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




