বাংলাদেশ, তোমাকে জানাই শুভ জন্মদিন,
চল্লিশ বছর পেরিয়ে এসেছ, হয়েছ পরিণত, ইতিহাসে হয়েছ প্রাচীন,
তোমার কি ধারণা, তুমি কি দিনে দিনে হচ্ছ উজ্জ্বল, নাকি মলিন ?
তুমি কি শোধ করতে পেরেছ, বীরশ্রেষ্ঠদের, শহীদদের ঋণ ?
তুমি কি গুছাতে পেরেছ সে সকল মা-বোনেদের দুঃখ,যারা তোমাকে জন্ম দিতে হয়েছিল সন্তানহীন,সম্ভ্রমহীন ?
এই সকল প্রশ্ন তোমার জন্য নয়ত নতুন, নয়ত কঠিন |
এগিয়ে যাচ্ছে বিশ্ব,
তুমি হচ্ছ নিঃস্ব,
তুমি ছিলে সুজলা সুফলা, শস্য-শ্যামলা,
আর এখন সুজলা হয়েছে ময়লা,
সুফলা সে তো নিস্ফলা,
শস্য-শ্যামলা তোমার ধরনীতে চলছে দুর্নীতির খেলা |
ভেব দেখ এবার,
কতটুকু উন্নতি হয়েছে তোমার,
কতটুকু আশাই বা পূর্ণ করেছ তুমি সবার,
বাংলাদেশ, সময় হয়েছে তোমার,
মলিন বধন ছেড়ে আবার নতুন করে জন্ম নেয়ার |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




