ধূমায়িত কুণ্ডুলির প্রসব বেদনা
স্বপ্ন গুলোকে কাট ছাঁট করে নির্দিষ্ট গন্ডির
ভিতরে রাখাটা আমার জন্য আজ কাল অনেক
বেশী দুঃসাধ্য হয়ে পড়েছে। মাঝে মাঝে
মনে হয় আমার স্বপ্নগুলো ভুল জায়গায় জন্মেছে।
আপন সত্ত্বার বিকাশ যেন থমকে আছে
দুষিত আলো আঁধারির শত ঘূর্ণি পাকে।
প্রেমের তীব্র ব্যথাবোধ পাঁজরের খাঁচায়
বন্দীত্ত্ব বরণ করে ধূমায়িত কুণ্ডুলির মতো
কন্ঠনালীর পাদদেশে আটকে আছে।
যদি জাদুর দেশের অলৌকিক কাঠির ইশারায়
সীমাহীন স্বপ্ন দেখার রাজ্যে আমার স্বপ্ন
গুলো জন্মাত। প্রকৃতি এবং পরিবেশের অনাবিল
রূপ রসে বিকাশ হতো মনুষত্ত্বের, পরিপূর্ণ সত্ত্বার।
তাহলে প্রেমের তীব্র ব্যথাবোধ ধূমায়িত কুন্ডলির
মতো কন্ঠনালীর পাদদেশে আটকে না থেকে
মুখাবয়বে সঞ্চারিত হতো অমলিন হাসি হয়ে।
তাহলে’ বিরহ ’ শব্দটার আজন্মের মতো নির্বাসন হতো।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




