আনন্দ বেদনার কাব্য (বাঁচাওওও)
পড়ে গেছি আজ মোরা
ডোবা থেকে সাগরে(বাঁচাওওও)
সাধ হয় ডাক ছেড়ে
কেঁদে উঠি "মাগো রে"!(আম্মাআআ)
মোটা মোটা বই দেখে
কালো হয় ' Face ' গো(খাইয়ালামু)
মাথায় পড়লে হবে
Murder Case গো(আম্মাআআ)
রসায়নে রস নেই
বিলকুল Wood
কিরিবিরি বিক্রিয়া
খিচে দেয় Mood
Physics এTricks দেখে
হয় মাথা ভার
ভুল ভাল সূত্রতে
মেনে যাই হার!
বদ পদ আর্থতে
"ধরি" নিয়ে থাকা(ক্লোজআপহাসি)
এত ধরা ধরি মনে
যায় না তো রাখা !(খাইয়ালামু)
Math দেখে চ্যাত লাগে
যতবারই কষি!(খাইয়ালামু)
ফ্যাঁত ফ্যাঁত কেঁদে ভাবি
গলে দেই রশি!(আম্মাআআ)
Biology ? হায় খোদা!
স্বাস্থ্যটা ভালো(ক্লোজআপহাসি)
কড়া কড়া পড়া দেখে
মুখ হয় কালো (খাইয়ালামু)
বটি আনি বই খানি
কেড়ে নেয় হুঁশ (বাঁচাওওও)
ব্যাঙটায় ভ্যাঙচায়
হায়রে মানুষ!
Zoo-logy কেড়ে নেয়
রাতের স্বপন (আম্মাআআ)
ছবি এঁকে বাদ পড়ে
ZTV ও ফোন!(আম্মাআআ) (আম্মাআআ)
শাহবাগের মোড়ে বসে
হয়েছি আঁতেল
তবু ইংরেজি আর
বাংলাতে ফেল!
যত পড়ি তত ভুলি
উঠে যায় জ্বর(বাঁচাওওও)
প্রানপাখি ঘর ছাড়ে
হয়ে যাযাবর!(বাঁচাওওও)
মন থেকে মোছে নাত
হতাশার রেশ
চোখে ওঠে চশমা
পেকে যায় কেশ(খাইয়ালামু)
কলেজের গিলোটিনে
আমরা তো পাঠা (আম্মাআআ)
মরেছি সাগরে ডুবে
কপাল যে ফাটা!
বলেছেন কত কবি
বহুদিন আগে(ক্লোজআপহাসি)
সব বেদনার নাকি
শেষ হয়ে থাকে(ক্লোজআপহাসি) (ক্লোজআপহাসি)
সুধীজন আমাদের
দোয়া কোরো SEND
বেদনার গাঁথা আক
এইখানে END
[ এস. এস. সির সহজ সরল ধাপ পেরিয়ে এইচ. এস. সির মহাসাগরে টাইটানিক সকল ছাত্রীকে আমার বিপ্লবী সালাম!!!]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


