দাড়া মুরিদ,
আমি কি তোর বান ভাসানি বউ?
মিসিং কলে করেই চলিস কেঁউ !
দাঁড় হারামী! লাগাচ্ছি ঠিক ফেউ -
ঘেউ, কেঁউ নয়, হাড় হাভাতের ভেঁউ !!!!!!
[ যম জমেছে , শিঙ্গি মাছের ঘাই
তাল তালুতে ঘি মেখে তাই খাই
রঙ রসে দিন, রক্তক্ষরণ নাই
উমদা ওমে, ধুন ফুনি ধুন গাই !!!!!]
ঢাকা
2006

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



