শিপ্রা বসু। নজরুল গীতি যার কন্ঠে নতুন করে সৃষ্ট হয় নব সৌকর্যে। তাঁরই একটা আধুনিক গানের কিছু অংশ আপনার জন্য । পুরোটা পারছি না দিতে কারন ক্যানাডা থেকে আসার সময় আসল রেকর্ডটা ছাড়া পড়েছিল আর যে টুকু শনেছি সেটা আধা , আধুরী জীবনের প্রতীক বলেই কি না কে জানে!!!! তারপর এত খুঁজলাম , কিছুতেই পেলাম না , না গান , না লিরিক , না আধা অন্ধকার !
যমুনা কি বলতে পারে ?
কতবার কেঁদেছে রাধা !
আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাঁধা!
অঙ্গে সোনা ছিল যত
কলঙ্ক দ্বিগুন তত
সে কালি চন্দন হতো অবিরত
কৃষ্ণ যদি লইতো তারে ..............
আর বাকিটা জানিনা। সুমনদা, ভৈরবীর "বেদরদী " সকলেই, তাই না?
..........................................................
আসলে তুমি আমি ঠিক নই দেবদাস পার্বতী
কবিদের মহলে আমি ফিরেছি তোমার জন্য, ঈশ্বরের প্রতিকৃতি
তোমার জন্য "যা চাও তাই" , কোন ক্ষতি নেই, শুধুই অক্ষতি
বিচ্ছিন্নতম তীব্র রতি আর মনস্ক হবার প্রতিশ্রুতি !!!
ঢাকা
২০০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


