তোমার কাছে আমার পাওনাটা বুঝতে দাও আরো!
আমি চাই না দায়, কিংবা থাকতে ভীষন ঋণী
বুঝিয়ে বলো, কতটা জল ধারন করতে পারো?
যখন দেব খুলে মেলে মরুর বন্দিনী!
আমায় তুমি ভেজাবে তো? দু'তিন ফোটা ঘামে !
শত হাজার প্রানের হিসেব , তুমি আমিই খুনি -
দেখো তবু ছন্নছাড়া বৃষ্টি কেন নামে!
কেন বাজায় দামামা কোষ, হৃদবেহাগের ধুনি!
পাওনাটুকু বুঝিয়ে দাও, জোৎস্না ধোয়া রাতে
তোমার চিবুক , উরু , পিঠের সবাক অস্থিতে
তোমার ব্যাংকে সুদে-মূলে কত হিসেব , যাতে
রইবো বাঁধা চিরকালিন সহজ কিস্তিতে !
ঢাকা
২০০৬
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



