নিশ্চিত এইখানেই কোথাও !!
অদম্য তিয়াসার অতল কূয়াটাকে খুঁজে পাব।
আত্মার ঢাল বেয়ে নেমে
স্মৃতিকে ডাইনে রেখে, থেমে
নিপূন রিকশাওয়ালার মতো বামেই যাব!
কখনো পাইনি, দেখি তাও
হাঁটাহাঁটি উরা ধুরা , ফাও
জনান্তিকে গালি গালাজ করে , "---" এর পোলা।
এদিকে ওদিকে, নাহ!
কোথাও কি নেই মুখ, বাহ!
আকাশ তো বাঁধা, যদিও দিগন্ত খোলা!
ঈশ্বরিক নাকাবন্দী
জৈবিক নানা ফন্দী
অলি গলি , মাঠ-ঘাট, এলে বেলে মাটি-
খুঁজে পেলে উৎস মুখ
বালি ঢেলে শূন্য বুক
এইবার ক্ষত বুজে দেব পরিপাটি !!
২৩ শে ডিসেম্বর
ঢাকা
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



