সব কিছুর মধ্যে শিবির ডুকে পরতাছে
এই কিছু দিন আগেরকার ১/১১ সরকার ও শিবির করতো! এটা কিন্তু আমার কথা না! এই ব্লগেই এই রকম কাহিনী দেখছিলাম। মইন শিবির করতো! আর্মিতে শিবির ঢুকছে এটা কিন্তু আমার কথা না আ.লীগ সমর্থক কূটবিদ ওয়ালিউর রহমানের। এই আইজকা খবরে দেখলাম পুলিশে শিবির ডুকছে। নুর মোহাম্মদের জামাতা বিডিআর বিদ্রোহে নিহিত হেই ও নাকি শিবির করতো! কর্নেল ফারুক কইছিলো বিডিআর বিদ্রোহে ও নাকি জঙ্গি শিবিরে করছিলো! তবে কিছু দিন আগে নেত্রী কইছে বিম্পি করছে। লেদার লিটন শিবির করতো তার বাপে বিএনপি করতো। ১০ টাকা কেজিতে চাল বিক্রি করতে সরকার বলেছে কিন্তু চালের ভিতরে শিবির অনুপ্রবেশ করেছে। এই ঢাকার এক ভয়ংকর গেরিলা মুক্তিযুদ্ধা বিনা কারনে জেলের ভিতরে পচতেছে কারন তার মাথার মধ্যে শিবির অনুপ্রবেশ করেছে। তার অপরাধ সেই হত্যাকারীর ভাই।
যাই হোক দিন বদলের ভিতরে ও শিবির অনুপ্রবেশ করেছে তবে ভারতীয় বিএসএফ কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশ করে না। শুনলাম ভারতী শিবির বিএসএফের পোশাক পরে বাংলাদেশে অনুপ্রবেশ করে। ভারত-বাংলাদেশের চুক্তির মধ্যে শিবির অনুপ্রবেশ করেছে যারা কারনে জাতীয় সংসদে চুক্তি গুলা উপস্হাপন করা যাচ্ছে না! কারন যদি সংসদটাই শিবির হয়ে যায়! তৌফিক এলাহী শিবির করে না কিন্তু তেল গ্যাসের মধ্যে শিবির অনুপ্রবেশ করে ৫ মিলিয়ন ডলার ইনকাম করছে। না এটা অপবাদ! রটিয়েছে পেট্টোবাংলার অনুপ্রবেশকারী শিবিরেরা।
যাক বাবা সব কিছুর মধ্যে খালি শিবির ডুকতাছে...
সামুতে ও শিবির অনুপ্রবেশ করছিলো শুনছিলাম... এখন ও কি শিবিরের দখলে আছে?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




