লাভ নাই বৃথা সময় ব্যয় করে অর্থহীন মাতামাতিতে
কেউ কখনো ভুল সময়ের কাছে ফিরে যেতে পারে না
একবার গত হওয়া সময় আর ফিরে না এই জনমে
সময় মানুষ না যে অভিমান ভেঙ্গে গেলেই ফিরবে
সময় চলে তার নিজস্ব অভিব্যক্তি এবং ব্যক্তিত্ব নিয়ে
সে চলে গেলে আর পিছনে ফিরে না বোকা মানুষের মত।
ভুল সময় বলে কিছু থাকে না তার ঝুলিতে কখনো
সে ভুলের ইচ্ছাকৃত ক্ষমা সে করে না কোনদিন
তার দাপুটে চেহারা আর ভয়ংকর মূর্তির কাছে
পরাজিত চারপাশ এবং সে চলে মাথা উঁচু করা যুবক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




